
নিজেস্ব প্রতিনিধি, নয়াদিল্লিঃ মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সইদকে তন্ন তন্ন করেও খুঁজেই পায়নি গোয়েন্দারা। পরে জানা যায় হাফিজ সইদ রয়েছেন পাকিস্তানে। এবার রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের জেলে সাজা কাটছেন হাফিজ সইদ। ৭টি সন্ত্রাসমূলক হামলায় আর্থিক মদত দেওয়ার অভিযোগে তাঁকে ৭৮ বছরের সাজা দিয়েছে পাকিস্তানের একটি আদালত।
পাকিস্তান সরকারকে ভারতের তরফে আবেদন জানানো হয় হাফিজকে ভারতে প্রত্যার্পণের। কিন্তু ভারতের আবেদনে কান দেয়নি পাকিস্তান। ফিরিয়ে দেওয়া হয় প্রত্যার্পণের প্রস্তাব। তাদের দাবি ছিল, হাফিজ সইদকে ফেরানোর ক্ষেত্রে আইনি প্রতিবন্ধকতা রয়েছে। তাছাড়া ভারতের সঙ্গে বন্দি প্রত্যার্পণের কোনও চুক্তিও করা হয়নি।
প্রসঙ্গত, ২০০৮ সালেই হাফিজ সইদকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ হিসাবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। প্রসঙ্গত, পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ সম্প্রতি এক প্রতিবেদনে প্রকাশ করে, দাবি করে পাকিস্তান মার্কাজি মুসলিম লিগ নামক একটি নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। সেই দল পাকিস্তান সাধারণ নির্বাচনে প্রার্থী দিচ্ছে। দলের প্রাধান, হাফিজ সইদ। ভোটে দাঁড়াতে পারেন হাফিজ সইদ ও তাঁর ছেলে।