
ওঙ্কার ডেস্ক: লোকসমাজে মাথায় খুসকির জন্য লজ্জা? অবিরাম ঝরে যাচ্ছে চুল? উপায় খুঁজে পাচ্ছেন না ?
চুল ঝরার সমস্যা বারোমাসের,কিন্তু শীতকালে যেন তা হয়ে যায় দ্বিগুণ। শীতকালিন আবহাওয়ায় মাথার তালু শুষ্ক ও আঠালো হয়ে গিয়ে পড়তে শুরু করে চুল, তারসাথে খুসকি হল সোনায় সোহাগা। নানান রকমের শ্যাম্পু ব্যাবহার করেও মিলছে না ফল দুদিন পরেই আবার একই অবস্থা, তাহলে করে দেখতে পারেন কিছু ঘরোয়া টোটকা।
১) সারাবছর নারকেল তেলের চিটচিটে ভাবকে এড়িয়ে চললেও শীতকালে নারকেল তেল হল চুলের জন্য জাদুকাঠি। নারকেল তেলের সঙ্গে কয়েক ফোটা ক্যাস্টার অয়েল মিশিয়ে সপ্তাহে অন্তত দুইবার মালিশ করুন পেয়ে যাবেন ঝরঝরে চুল।
২) পেঁয়াজে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট। শ্যাম্পুর সাথে কয়েক চামচ পেঁয়াজের মিশিয়ে মাথায় মেখে নিলেই মিলতে পারে খুসকি মুক্ত চুল।
৩) ভাতের ফ্যান যেমন উপকারী তেমনি চাল ধোয়ার জলও ভীষণ ভাবে কার্যকরী ৷ এটি স্বাস্থ্য, ত্বক ও চুলের উন্নতিতে সাহায্য করে । এটি শক্তি বাড়ায় এবং শরীরে পুষ্টি জোগায় । এই জল কার্বোহাইড্রেট ও স্টার্চ সমৃদ্ধ ৷ এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী । চাল ধোয়ার জলে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান তার সাথে চুলের পুষ্টি বৃদ্ধিতেও চাল ধোয়া জলের গুরুত্ব অপরিসীম। শ্যাম্পু করার পর চাল ধোয়া জল মাথায় দিলে চুলের গোরা শক্ত হয় এবং উজ্জ্বলতা বৃদ্ধি পায়।