
নিজস্ব প্রতিনিধিঃ ঘিরে ফেলা হয়েছে গাজা শহর, ঘোষণা ইজরায়েল সেনার। বিবিসি সূত্রে খবর, ওয়েস্ট ব্যাঙ্কের শরণার্থী শিবিরেও গুলির লড়াই শুরু করেছে ইজরায়েলি সেনা। অন্যদিকে চার ইজরায়েল সেনার মৃত্যু হয়েছে গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। শুক্রবার ইজরায়েল সেনার মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘গাজা শহরটি পুরোটাই ঘিরে ফেলেছে ইজরায়েলি সেনা। আপাতত সংঘর্ষবিরতির কথা মাথাতেও আনা হচ্ছে না।’ সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রায় ৯ হাজার মৃতের সংখ্যা ইতিমধ্যেই পেরেয়িছে গাজায়। গাজার আকাশ দখল নিয়েছে মার্কিন ড্রোন। আমেরিকা ড্রোন প্রসঙ্গে জানিয়েছে গাজায় আটকে থাকা পণবন্দিদের জন্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্যই এই ড্রোন পাঠানো হয়েছে।