
স্পোর্টস ডেস্ক : সামনেই রয়েছে এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চ। আপাতত সাদা বলের ফর্ম্যাটেই সম্পূর্ণ ফোকাস দিতে চান শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার ওয়ানিন্দু হাসারঙ্গা। আর সেজন্যই টেস্ট ফর্ম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন এই তারকা স্পিনার। মঙ্গলবারই টেস্টের ফর্ম্যাট থেকে নিজের অবসরলনেওয়ার কথা জানিয়ে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। এই মুহূর্তে সাদা বলের ফর্ম্যাটেই দুরন্ত পারফরম্যান্স দেখাতে চান এই তারকা ক্রিকেটার।
শ্রীলঙ্কার টেস্ট শিবিরের নিয়মিত সদস্য নন ওয়ানিন্দু হাসারঙ্গা। এখনও পর্যন্ত মাত্র শ্রালঙ্কার হয়ে চারটি টেস্ট ্মযাচ খেলেছেন এই তারকা ক্রিকেটার। সেই কারমেই শেষপ্রযন্ত টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই য়ে অএমন সিদ্ধান্ত নিয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে শ্রীলঙ্কার হয়ে ওডিআই ও টি টোয়েন্টি ফর্ম্যাটে কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। এসিয়ার মাটিতে বিশ্বকাপ রয়েছে এবার। সেখানে যে শ্রীলঙ্কা শিবিরের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠতে চলেছেন তিনি তা বলার অপেক্ষা রাখে না।সেই সমস্ত কিছু কথা মাথায় রেখেইউ হয়ত এবার টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই সিদ্ধান্তকে সমর্থণও করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্তারা। ২০১৭ সালে শ্রাীলঙ্কার হয়ে সাদা বলের ফর্ম্যাটে অভিষেক হয়েছিল ওয়ানিন্দু হাসারঙ্গার। সেই থেকেই সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন এই তারকা ক্রিকেটার। এখনও পর্যন্ত ৪৮টি ওডিআই ম্যাচ এবং ৫২ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। সেখানেই সব মিলিয়ে এই তরুম বোলারের উইকেট রয়েছে ১৫৮টি এবং ওয়ানিন্দু হাসারঙ্কার ব্যাটে রান রয়েছে ১৩৬৫টি।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, আমরা ওয়ানিন্দু হাসারঙ্গার এই সিদ্ধান্তকে সম্বূর্ণ সমর্থন করি এবং আমরা আগামী দিনে সাদা বলের ফর্ম্যাটের ক্রিকেেটে তাঁর ভাল পারফরম্যান্স করা নিয়েও অত্যন্ত আশাবাদী।