
অপরূপা কাঞ্জিলাল: আপনি কি শরীরে নানারকম সমস্যায় ভুগছেন?এছাড়াও দিন দিন কি বেড়েই যাচ্ছে ওজন?ড্রাই ফ্রুটস খান কি আপনি?জানেন ড্রাই ফ্রুটসের উপকার কতটা? কোন কোন ড্রাই ফ্রুটস আপনার শরীরের জন্য উপকারী?চলুন জেনে নেওয়া যাক!
নিয়ম করে ড্রাই ফ্রুটস খেলে আপনার ওজনও কমবে।তাই আজ থেকেই শুরু করুন ড্রাই ফ্রুটস।কি কি ড্রাই ফ্রুটস আপনি খেলে উপকার পাবেন?
আমন্ড:- প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ আমন্ড। যাকে এক কথায় বলে সুপারফুড। মনোস্যাচুরেটেড ফ্যাট ও ফাইবার থাকায় আমন্ড খেলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। এছাড়া আমন্ডের অ্যামিনো অ্যাসিড দেহের চর্বি পোড়াতে সাহায্য করে।
কাজু:- ওজন কমানোর জন্য কাজু খেতে পারেন। কাজুর মধ্যে ভরপুর পরিমাণে প্রোটিন রয়েছে, যা দীর্ঘক্ষণ পেটকে ভর্তি রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতাকে রোধ করে। এছাড়াও এই বাদামে প্রচুর ম্যাগনেসিয়াম রয়েছে, যা ওজন কমাতে সাহায্য করে।
আখরোট:- অ্যানাস্যাচুরেটেড ফ্যাট ওজন কমায়, যা মিলবে আখরোটের মধ্যে। এতে কোলেস্টেরলের মাত্রা বাড়বে না, যার ফলে মেদও জমবে না শরীরে। এছাড়াও আখরোটে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা ওজন কমানোর পাশাপাশি নানা উপায়ে স্বাস্থ্য উপকারিতা প্রদান করে।
পেস্তা:- দেহের বিপাকীয় হার ভাল হলে ওজন কমানো সহজ হয়। আর এই কাজটা দক্ষতার সঙ্গে করে পেস্তা। পেস্তার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ওজন কমানোর পাশাপাশি রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখে।
কিশমিশ:- মিষ্টি বলে হয়তো অনেকেই কিশমিশ থেকে দূরে থাকতে চান। কিন্তু রোজ সকালে কিশমিশ ভেজানো জল খেলে, এর উপকারিতা আপনি গুণে শেষ করতে পারবেন না। হজম ক্ষমতা বাড়াবে যেমন এনার্জিও দেবে প্রচুর পরিমাণ।
তাহলে আর কি হালকা খিদেতে টুকটাক বাজারজাত মুখরচক খাবার না খেয়ে সেই জায়গায় রাখুন ড্রাই ফ্রুটস আর দেখুন ম্যাজিক।