
নিজস্ব প্রতিনিধিঃ ফের রোগী হয়রানির অভিযোগ উঠল রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের বিরূদ্ধে। অভিযোগ করেন তেহট্টের বাসিন্দা শিবাস হালদারের পরিবারের সদস্য। কল্যাণী হাসপাতাল থেকে তাঁকে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে রেফার করা হয়েছিল। সেখানে জরুরী বিভাগে দেখানো হলে চিকিৎসার জন্য পরিকাঠামো নেই বলে জানিয়ে দেওয়া হয় হাসপাতালের তরফে। ফলে শিবাস হালদারকে রেফার করা হয় এসএসকেএম হাসপাতালে। সেই অনুযায়ী এসএসকেএমের আউটডোর দেখানো হলে প্রেসক্রিপশনে কিছু টেস্ট করানোর কথা লিখে দেন ডাক্তার ও পরবর্তী তারিখ দেওয়া হয়। তবে রোগী শিবাস হালদারের স্ত্রী সোমা হালদারের অভিযোগ, এসএসকেএম হাসপাতাল থেকে আবারো তাঁদের নীলরতনে রেফার করা হয়। যদিও তিনি সেখানে না গিয়ে অপেক্ষা করেন এসএসকেএমেই। তবে চিকিৎসার সুপারিশের জন্য সোমা হালদার তেহট্টের বিধায়ক তাপস কুমার সাহার কাছেও গিয়েছিলেন। আপাতত রোগী পরিবারের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন যাতে দ্রুত চিকিৎসা করিয়ে বাড়ি ফিরতে পারেন হালদার দম্পতি।
তবে লোকসভা নির্বাচনের আগে খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকার অন্তর্গত হাসপাতালে রোগী হয়রানির ঘটনা ঘটায় স্বভাবতই সেই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে।