
নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে মেডিকেল দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি বনাম বিচারপতি সংঘাতের ঘটনায় নিয়ে এবার মুখ খুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবঙ্ঘম। ঘটনার জন্য তিনি খুব দুঃখিত এবং অনুশোচিত, কারও নাম না করে প্রধান বিচারপতি জানিয়েছেন, তার পর্যবেক্ষণ, আইনের মন্দিরে এই ঘটনা কাম্য নয়। এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি জনসাধারণের মধ্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। পরিস্থিতি স্বাভাবিক করতে আদালত তার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, এই ঘটনায় তিনি লজ্জিত।
প্রসঙ্গত, বিচারপতি বনাম বিচারপতি সংঘাতের ঘটনায় স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালত। ২৭ জানুয়ারি শিনিবার মামলার শুনানি হয়। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির পাঁচ জনের বিশেষ বেঞ্চ মমলা শোনেন। মেডিকেল দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিমকোর্টের বিশেষ বেঞ্চ। পাশাপাশি পরবর্তীতে রাজ্যে মেডিকেল দুর্নীতি মামলার শুনানি দেশের শীর্ষ আদালত হবে বলে নির্দেশ দেয় বিশেষ বেঞ্চ।