
নিজস্ব প্রতিনিধিঃ মধুচক্র নামটা শুনলেই অনেকে আঁতকে ওঠেন। এবার খাস কলকাতার কাছে চলছে মধুচক্র। সল্টলেকে মিলল মধুচক্রের হদিশ। এক গেস্ট হাউজের আড়ালে মধুচক্র চলতো বলে অভিযোগ। রবিবার সেখানে হানা দিয়ে গ্রেফতার সাত। গেস্ট হাউজের ম্যানেজার সহ চার জন কর্মী ও তিনজন কাস্টমারকে গ্রেফতার করল বিধাননগর পূর্ব থানার পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে তিনজন তরুণীকে। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক দিন ধরে অভিযোগ ছিল সল্টলেকের বি জে ব্লকের ৩০১ নাম্বার বাড়িতে গেস্ট হাউস করে সেখানে বহু মেয়ে ও ছেলেদের দিন রাত আনাগোনা চলছে। সেই সূত্র ধরে বিধাননগর পূর্ব থানার পুলিশ শনিবার রাতে ঐ গেস্ট হাউসে আচমকা হানা দেয়। সেখানে গিয়ে পুলিশ গেস্ট হাউজের ম্যানেজার সহ চার জন কর্মী সহ বেশ কয়েক জনকে উদ্ধার করে। আজ ধৃতদের বিধান নগর কোর্টে তোলা হয়।