
সুনন্দা দত্ত,হুগলী:ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ইনসাফ যাত্রা ৪১ দিনে পড়লো।মঙ্গলবার এই পদযাত্রা প্রবেশ করে হুগলিতে। এদিন সকালে উত্তরপাড়া ও শ্রীরামপুর হয়ে ভদ্রেশ্বরে এসে পৌঁছায় ইনসাফ যাত্রা সঙ্গে ছিলেন ডি ওয়াই এফ আই নেত্রী মীনাক্ষী মুখার্জি। ভদ্রেশ্বর গেটবাজারের কো অপারেটিভ মাঠে একটি সভা মঞ্চের আয়োজন করা হয়, বক্তব্য রাখেন মীনাক্ষী মুখোপাধ্যায়।মীনাক্ষী রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন চোরেদের সরকার আর বেশি দিন নেই।এই সরকারকে আমরা উৎখাত করবই।রাজ্য সরকারের পাশাপাশি বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি।
এদিন পদযাত্রা ও সভা চলাকালী রাস্তা জুড়ে দলীয় পতাকা টানিয়ে রেখেছিলেন কর্মী সমর্থকরা। এছাড়া পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত।এদিন মঞ্চে মীনাক্ষীর সঙ্গে ছিলেন DYFI জেলা নেতৃত্ব সহ কর্মী ও সমর্থকেরা।