
স্পোর্টস ডেস্ক :প্রয়াত ইন্দ্রনাথ দে। গত তিন দশক ধরে শতাব্দী প্রাচীন হাওড়া ইউনিয়নের সচিব ছিলেন। আজ ভোরে তাঁর মৃত্যু হয়। একটা দুর্ঘটনা হওয়ার পর পার্কিনসনস রোগে ভুগছিলেন ইন্দ্রনাথবাবু। বাড়িতেই থাকতেন। বাইরে বিশেষ বেরোতেন না। পরে কিডনি সমস্যা দেখা দেয়। গত ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসা চলছিল। কিন্তু শেষ রক্ষা হল না। প্রসঙ্গত, ইন্দ্রনাথ দে একটা সময় সিএবির কোষাধ্যক্ষ, সহসভাপতিও ছিলেন। তাঁর মৃত্যুতে ময়দানে নেমে এসেছে গভীর শোকের ছায়া। হাওড়া ইউনিয়ন ক্লাব তাঁবুতে ইন্দ্রনাথ বাবুর দেহ আনা হয় ।