
স্পোর্টস ডেস্ক : জল্পনা অনেকদিন ধরেই চলছিল। অবশেষে সেটা সত্যি হল। হুগো বুমোসকে ছেড়েই দিল মোহনবাগান তার জায়গায় দলে আনা হল জনি কাউকোকে।মোহনবাগান। আইএসএলের সরকারি ওয়েবসাইটে মোহনবাগান স্কোয়াডেও কাউকোর নাম রয়েছে। সেখানে নাম নেই হুগো বুমোসের। আন্তোনিও লোপেজ হাবাস কোচ হয়ে আসার পরেই হুগোকে সরিয়ে কাউকোকে আনবেন সেটা শোনা গেছিল অবশেষে সেটা সত্যি হল। ফের মুম্বই এফসি বা অন্য কোথাও হুগো যেতে পারেন বলে খবর। প্রসঙ্গত ইউরো কাপ খেলা কাউকো চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। এরপর চোট সেরে অনুশীলনে যোগ দিলেন এবারে দলে।সুপার কাপের ডার্বির পর থেকেই হুগো বাগানের খারাপ নজরে পড়ে গিয়েছে। ওই ম্যাচে বাগান পেনাল্টি পাওয়ার পরে গোল করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। কিন্তু তিনি শট নেওয়ার আগে হুগো বক্সের মধ্যে ঢুকে পড়ায় দ্বিতীয় বার পেনাল্টি নিতে হয় পেত্রাতোসকে। সেই বার বারে মারেন তিনি। আর দ্বিতীয়ার্ধে দু’টি গোল করে ডার্বি জেতে ইস্টবেঙ্গল। আর সেই ডার্বিতে হারের কারণেই সম্ভবত বাগান ছাড়তে হল তাকে ।শনিবার হায়দরাবাদ এফসির মুখোমুখি মোহনবাগান।আইএসএলে টানা চারটি ম্যাচে জয়হীন তারা। ফলে লিগ টেবলে ক্রমশ পিছিয়ে যাচ্ছে মোহনবাগান । নেহাত শুরুর দিকে হাফ ডজন জয় পেয়েছিল তারা। সেই সাফল্যের সুফল এখন কিছুটা হলেও পাচ্ছে। ঘাড়ের কাছে কোনও দলের নিঃশ্বাস পড়ার মতো পরিস্থিতি এখনও হয়নি । তাই নিঃশ্বাস নেওয়ার জন্য কিছুটা হলেও সময় ও সুযোগ পাচ্ছে সবুজ-মেরুন বাহিনী। কিন্তু শনিবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর যে সুযোগ তারা পাচ্ছে, এর চেয়ে ভাল সুযোগ বোধহয় আর পাবে না হাবাস-বাহিনী।
এ পর্যন্ত ১৩টি ম্যাচ খেলার পরেও একটিতেও জয় পায়নি যে দল, চারটি ড্র ও ন’টি হারের ফলে যারা লিগ টেবলে সবার নীচে, সেই প্রাক্তন চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে শনিবার হোম ম্যাচ তাদের। সাম্প্রতিককালে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকা নিজামের শহরের দলকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর কাজটা খুব কঠিন নয় ঠিকই। কিন্তু একটু অসাবধান হলে বড় ধাক্কাও খেতে পারে তারা।