
রূপম চট্টোপাধ্যায় : সারা দেশ জুড়েই কয়েক লক্ষ পরীক্ষার্থী হটাৎ করেই জানতে পারে আজ সোমবার আই এস সি পরীক্ষার রসায়ন পত্রের পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা বাতিলের নির্দেশিকা ঝুলিয়ে দিলেও কী কারণে পরীক্ষা বাতিল করা হোল তা জানানো হয়নি। বোর্ড সূত্রে জানানো হয়েছে এই পরীক্ষাটি অর্থাৎ রসায়ন পত্রের পরীক্ষা হবে আগামী ২১ মার্চ। দুরদুরান্ত থেকে ছেলে মেয়ারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে বেলা একটা নাগাদ এই নোটিস দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। অভিভাবকের এক বড় অংশ বলেছেন, এই পরীক্ষার জন্য আবার পরিক্ষার্থীদের প্রায় এক মাস অপেক্ষা করতে হবে। শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষক মহলেও অসন্তোষ ছড়িয়েছে। অনেকেই মনে করছেন প্রশ্নপত্র ফাঁস হওয়ার আশঙ্কাতেই রসায়ন পত্রের পরীক্ষা বাতিল করা হয়েছে।