
স্পোর্টস ডেস্ক :টি২০ বিশ্বকাপে সুপার ৮-এ বেশ খানিকটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া। এই পর্বে ৫ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। তাঁদের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। বৃহস্পতিবার এই ম্যাচের পরেই শনিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন রোহিত শর্মা’রা। মাঝে একদিনের বিরতি নিয়ে আগামী সোমবার তাঁদের শেষ ম্যাচ অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে আসন্ন তিনটি ম্যাচ খেলার জন্য চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ভারতীয় দলকে। যদিও এ সবের জন্য তৈরি রোহিত’রা।
সম্প্রতি বিসিসিআই-এর পোস্ট করা এক ভিডিওতে রোহিত বলেছেন, “আফগানিস্তানের বিরুদ্ধে খেলার পর চারদিনের মধ্যে আরও দুটো ম্যাচ রয়েছে আমাদের। ব্যাপারটা সহজ নয়। তবে এই ধরনের চ্যালেঞ্জ নিতে আমরা অভ্যস্ত। প্রচুর ট্র্যাভেল, ক্রমাগত ম্যাচ কখনওই আমাদের অজুহাত হবে না। ফোকাস রাখছি নিজেদের স্কিলে। প্রতিটা সেশন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।” পরিবেশ কিংবা পরিস্থিতি যেমনই হোক না কেন, সুপার এইটে নামার আগে রোহিত দলগত শক্তিতে জোর দিচ্ছেন। তিনি বলেছেন, “দলে সবাই জেতার জন্য মরিয়া। বিশেষ কিছু করতে উদগ্রীব আমরা সকলে। দক্ষতা বাড়ানোর জন্য খাটাখাটনি করছে প্রত্যেকে। স্কিল সেশনে আমরা উজাড় করে দিচ্ছি।” বিশ্বকাপে পিচ নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। অনেকেই মন্তব্য করেন আমেরিকা’র পিচ খুব ভাল নয়। যদিও আমেরিকা’য় আর কোনও ম্যাচ নেই রোহিত’দের। বিশ্বকাপে বাকি ম্যাচগুলি ওয়েস্ট ইন্ডিজে খেলবে টিম ইন্ডিয়া। সেখানে অতীতেও অনেক ম্যাচ খেলেছেন রোহিত’রা। তাই পিচ নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় তাঁদের। এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, “ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আমরা প্রচুর ম্যাচ খেলেছি। এখানে সফল হওয়ার জন্য কী করা দরকার, সেই সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। সবাই তাই পারফরম্যান্সের মাধ্যমে তফাৎ গড়ে দিতে চাইছে।”বৃষ্টির জন্য ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ হয়নি। বৃহস্পতিবার সুপার এইটে টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। বার্বাডোজের ব্রিজটাউনে খেলা। কিন্তু সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকবে। সুপার এইটে কোনও রিজার্ভ ডে নেই। খেলা বৃষ্টির জন্য ভেস্তে গেলে এক পয়েন্ট করে পাবে দুই দল। যা মোটেই চাইবেন না রোহিতরা।