
স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়া সফরে বর্ডার গাভাসকার সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৮ জনের দলে জায়গা পেয়েছেন বাংলার থেকে আছেন আকাশ দীপ এবং অভিমন্যু ঈশ্বরণ। রিজার্ভ হিসেবে রাখা হয়েছে মুকেশ কুমারকে। তবে দলে নেই বাংলার পেসার নেই মহম্মদ সামি। তাঁর পরিবর্তে সুযোগ পেলেন হর্ষিত রানা। কয়েকদিন আগে বাংলার পেসার নিজেকে সম্পূর্ণ ফিট ঘোষণা করে অনুশীলন শুরু করেন।অনেকে ভাবেন অস্ট্রেলিয়া সফরেই ফিরবেন। তার আগে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতেন বাংলার হয়ে । তবে বাংলা প্রথম ২ ম্যাচে সামিকে পুরো ফিট না হওয়ায় দলে নেয়নি আর ভারত অধিনায়ক রোহিত শর্মাও সামির ফিটনেস নিয়ে সন্দেহ প্রকাশ করেন।অন্যদিকে ঈশ্বরণ দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই রঞ্জি ট্রফিতে ওপেনার হিসাবে অভিমন্যু ঈশ্বরণের পারফরমেন্স বারবার নজর কেড়েছে ক্রিকেট প্রেমীদের। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন তার ঝুলিতে ৩৭ টি সেঞ্চুরি আর ৫০ টি হাফ সেঞ্চুরি আছে। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজে পাঁচজনকে স্ট্যান্ডবাই প্লেয়ার রাখা হয়েছিল, তারমধ্যে একজন ছিলেন অভিমন্যু। এরপর তার সামনে আর জাতীয় দলের কোনও ডাক আসেনি। অভিমন্যু ঈশ্বরণের বাবা তামিল, মা পাঞ্জাবি। তার জন্ম দেরাদুনে। বাবা পেশায় একজন চার্টার্ড একাউন্টেন্ট। ছোট্ট বেলায় অভিমন্যুর ক্রিকেট প্রেম দেখে তার বাবা সিদ্ধান্ত নেন কলকাতায় চলে আসার। অভিমন্যুর বয়স যখন ১০ বছর তখন তাকে এনে, কলকাতায় কোচ নির্মল সেনগুপ্তর হাতে সপে দেন অভিমন্যুর বাবা। কোচ সেনগুপ্তর হাত ধরেই কলকাতার মাঠে গড়ে ওঠে অভিমন্যুর ক্রিকেট জীবন।
——-
অস্ট্রেলিয়া সফরে জন্য ঘোষিত টেস্ট দলের ১৮ জন সদস্য।
রোহিত শর্মা( অধিনায়ক) যশপ্রিত বুমরা ( সহ অধিনায়ক) যশস্বী জসওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ( উইকেট কিপার) সরফরাজ খান, ধ্রুব জুরেল( উইকেট কিপার) রবীন্দ্রচন্দ্র অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, হরষিত রানা, নীতিশ কুমার রেড্ড,ওয়াশিংটন সুন্দর।