
নিজেস্ব প্রতিনিধি,ওঙ্কারঃ খোদ প্রধানমন্ত্রীর প্রকল্পের নাম লিখতে পারছেন না একজন কেন্দ্রীয় মন্ত্রী সাবিত্রী ঠাকুর। ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর বদলে মন্ত্রী লেখেন ‘বেটি পড়াও বাঁচাও।’ তাও আবার হিন্দি বানানের মাথামুন্ডু নেই। কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুরের শিক্ষা গত যগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কেন্দ্রের নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুরের শিক্ষা গত যগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ স্লোগানটুকু লিখতে রীতিমতো নাকানিচোবানি খেলেন মদি মন্ত্রী সাবিত্রী ঠাকুর। হিন্দি বানানের মাথামুন্ডু নেই, উপরন্তু স্লোগানটি লিখলেনও ভুল। সাবিত্রী ঠাকুরের এই কীর্তির ভিডিও ভাইরাল হতেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সমালোচনার ঝড় উঠেছে।
মধ্যপ্রদেশের ব্রহ্মকুণ্ডির একটি স্কুলে প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন স্থানীয় বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর। ‘স্কুল চলো অভিযান’ কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেখানে। সেই অনুষ্ঠানেই একটি সাদা বোর্ডে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান লিখতে যান তিনি। কিন্তু তা লিখতে গিয়ে মন্ত্রীর যা অবস্থা হয়, তা দেখে অস্বস্তিতে পড়ে যান অনুষ্ঠানে উপস্থিত সকলেই। খোদ প্রধানমন্ত্রীর প্রকল্পের নাম লিখতে পারছেন না একজন কেন্দ্রীয় মন্ত্রী, তা দেখে ওঠে হাসির রোলও। ‘বেটি বাঁচাও বেটি পড়াও’-এর বদলে মন্ত্রী লেখেন ‘বেটি পড়াও বাঁচাও।’ প্রসঙ্গত, সাবিত্রী ঠাকুর নির্বাচনে দাঁড়ানোর সময় কমিশনে জমা করা হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ উত্তীর্ণ বলে জানিয়েছেন।