
সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কারঃ স্পিকার নির্বাচন ঘিরেও এবার চ্যালেঞ্জের মুখে এনডিএ। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ফের ওম বিড়লাকে প্রার্থী করেছে। ইন্ডিয়া ব্লকের তরফে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের আট বারের সাংসদ কে সুরেশকে। এই প্রথম দেশে স্পিকার নির্বাচনে ভোটাভুটি হতে চলেছে। স্পিকার পদের নির্বাচন হবে বুধবার, ২৬ জুন।
প্রোটেম স্পিকার নিয়ে সংঘাতের পর লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে চ্যালেঞ্জের মুখে এনডিএ জোট। মঙ্গলবার সকালেই এনডিএ ঘোষণা করে লোকসভার স্পিকার ওম বিড়লাই ফের নবনির্বাচিত সভার অধ্যক্ষ হতে চলেছেন। তিনি মনোনয়নপত্র ও জমা দেন। কিন্তু বিরোধীদের দাবিমতো ডেপুটি স্পিকার পদ নিয়ে বিজেপি নেতৃত্বাধীন শাসক এনডিএ জোট এখনও পর্যন্ত কোনও প্রতিশ্রুতি না দেওয়ায় স্পিকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় যাবে কংগ্রেসসহ ইন্ডিয়া জোট।
এ নিয়ে বিজেপি বিরুদ্ধে সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি জানান, সোমবার বিকেলে মল্লিকার্জুন খড়্গেকে ফোন করেন রাজনাথ সিং। তাঁদের প্রার্থীর পক্ষে সমর্থন চেয়ে দরবার করেন। পাল্টা ডেপুটি স্পিকারের দাবি জানালে, আলোচনা করে জানাবেন বলেছিলেন। কিন্তু তার পর থেকে কোনও ফোন আসেনি।
কংগ্রেসের আট বারের সাংসদ কে সুরেশ স্পিকার পদে মনোনয়ন জমা দেন। স্বাধীনতার পর এই প্রথম স্পিকার পদে ভোটাভুটি হতে চলেছে লোকসভায়। প্রসঙ্গত, ২০১৪ সালের আগে পর্যন্ত সংসদীয় রীতি অনুযায়ী ডেপুটি স্পিকারের পদটি বিরোধীদেরই প্রাপ্য ছিল। কিন্তু ২০১৪ শরিক AIADMK-র এম তাম্বিকে ডেপুটি স্পিকার নিযুক্ত করে বিজেপি। ২০১৯ সালে পদটি ফাঁকা রাখা হয়েছিল। এবার ডেপুটি স্পিকার পদের দাবিতে স্পিকার পদে প্রার্থী দিয়ে বিজেপির ওপর চাপ বাড়াল বিরোধীরা। স্পিকার পদের নির্বাচন হবে বুধবার, ২৬ জুন।