
সোমনাথ মুখোপাধ্যায়ঃ বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট ছেড়ে ইতিমধ্যেই পদ্ম শিরিরের সঙ্গে হাত মিলিয়েছে নীতীশ কুমারের দল। এ বার রাষ্ট্রীয় লোকদল বা আরএলডি প্রধান জয়ন্ত চৌধরিও যোগ দিতে চলেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে, বলে জল্পনা উত্তর ভারতের রাজনীতিতে। এর মধ্যেই কার্যত বোমা ফাটালেন, এনডিএ শরিক সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’ র প্রধান ওমপ্রকাশ রাজভর।
এক সাংবাদিক বৈঠকে রাজভর বলেন আগামী ১২ ফেব্রুয়ারি সোমবার আনুষ্ঠানিক ভাবে এনডিএ-তে শামিল হবে রাষ্ট্রীয় লোকদল। উল্লেখ্য, পশ্চিম উত্তরপ্রদেশে জাঠ বলয়ে যথেষ্ট প্রভাব রয়েছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধরি চরণ সিং পৌত্র ও প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং পুত্র জয়ন্ত চৌধরির। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অনুমান সেই জাট ভোটের অঙ্ক কষেই বিজেপি নেতৃত্ব জয়ন্তকে এনডিএ আনতে সক্রিয় হয়ে উঠেছে।
সূত্রের খবর, পশ্চিম উত্তরপ্রদেশে রাষ্ট্রীয় লোকদলকে দুটি আসন ছড়তে চলেছে বিজেপি। তবে জয়ন্ত চৌধরির দাবি তিনটি আসনের বলে সূত্রের খবর।
এদিকে শনিবার আম আদমী পার্টি’র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সাফ জানিয়ে দিলেন শুধু পাঞ্জাবে নয়, চণ্ডিগড়েও তার একলা চলবেন। উল্লেখ্য, পাঞ্জাব ও চণ্ডিগড়ের মোট ১৪টি আসন রয়েছে। এই আবস্থায় প্রশ্ন উঠেছে ইন্ডিয়া জোট ভবিষ্যৎ নিয়েও। কারণ ইতিমধ্যে জোট ছেড়েছে নীতীশ কুমার, ছাড়ার পথে আরএলডি। একলা একলা চলার নীতি নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল। সিংহ ভাগ রাজনৈতিক বিশ্লেষকদের মতামত, লোকসভা ভোটের আগে, ক্রমশ নিঃসঙ্গ হচ্ছে কংগ্রেস।