
সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সরব গোটা দেশ। এমন আবহে স্বাধীনতা দিবসের ভাষণে নারীর নিরাপত্তা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বললেন, মহিলাদের উপর নির্যাতনকারীদের কঠোর সাজা দিতে হবে। এজন্য সমাজ, দেশ ও রাজ্য সরকারগুলিকে এক সঙ্গে কাজ করতে হবে।
আরজি কর হাসপাতাল, কলকাতা বা পশ্চিমবঙ্গের নাম নেননি মোদি। তবে ছুঁয়ে গিয়েছেন বুধবার রাতে দেশব্যাপী মেয়েদের প্রতিবাদের বিষয়টি। মোদি বলেন, আমি মানুষের ক্ষোভ, অসন্তোষের কারণ অনুভব করতে পারছি। আমরা মেয়েদের সুরক্ষা দিতে পারিনি। স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী অনেকটা সময় ব্যয় করেন নারী সুরক্ষা নিয়ে। প্রধানমন্ত্রী বলেন, একথাও ঠিক যে এখন অপরাধীদের সাজা হচ্ছে। দৃষ্টান্তমূলক সাজাগুলির প্রচার হওয়া দরকার। যা অপধারীরা ভয় পায়, সেই সাজা গুলি প্রচার হওয়া দরকার।