
স্পোর্টস ডেস্ক :ভারত-পাকিস্তান যুদ্ধকালীন পরিস্থিতিতে সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে আইপিএল। বৃহস্পতিবার পাকিস্তানের ড্রোন আক্রমণের জেরে মাঝপথে বন্ধ হয়ে যায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচ। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টস ম্যাচ হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। জরুরী ভিত্তিতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। বর্তমানে মিটিং চলছে। আইপিএলে অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটাররা ইতিমধ্যেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। এদিন পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ বাতিল প্রসঙ্গে অরুণ ধুমাল জানান, নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয় ম্যাচ। তবে আইপিএলের ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু জানাননি টুর্নামেন্টের চেয়ারম্যান। অরুণ ধুমাল বলেন, ‘নিরাপত্তার জন্য ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কারণ জম্মুতে কিছু ঘটনা ঘটেছে। আমরা সেটাই জানতে পেরেছি। তাই আমাদের মনে হয়েছে, ম্যাচটা পরিত্যক্ত করে দেওয়াই ঠিক হবে।’