
সুমন্ত দাশগুপ্ত,নয়া দিল্লিঃ দু’দিনের সফরে ভারতে এসেছেন হাসিনা। দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দেন তাঁরা। বাংলাদেশে তিস্তা নদি সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের ২ সপ্তাহ পর ফের ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দু’দিনের সফরে ভারতে এসেছেন হাসিনা। দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি দেন তাঁরা। ভারতের সঙ্গে বন্ধুত্বের কথাও উল্লেখ করেন হাসিনা। মোদি তার স্বল্প ভাষণে বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীতে বিশ্বের সবচেয়ে বড় রিভার ক্রুজ সাফল্য পেয়েছে। বাংলাদেশে তিস্তা নদি সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুধু মাত্র তিস্তা নদী নয়, ৫৪টি অভিন্ন নদী ভারত ও বাংলাদেশকে সংযুক্ত করেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম ক্রস বর্ডার পাইপলাইনের কাজ শুরু হয়েছে। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্যাটেলাইট দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতা দেবে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার দুদিনের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। দেওয়া হয় গার্ড অফ ওনার। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দুই দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা। এরপরেই দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শেখ হাসিনা। এরপর এখান থেকে দিল্লির হায়দরাবাদ হাউসে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।