
নিজেস্ব প্রতিনিধি, কানপুরঃ গভীর রাতে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২২টি কামরা! শুক্রবার রাত আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। ফের প্রশ্নের মুখে ভারতীয় রেলের সুরক্ষা।
গভীর রাতে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২২টি কামরা। শুক্রবার রাত আড়াইটে নাগাদ উত্তরপ্রদেশের কানপুর স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, এদিন বারাণসী থেকে সবরমতীর দিকে রওনা দিয়েছিল ট্রেনটি। সব মিলিয়ে হাজারের উপর যাত্রী ছিলেন ট্রেনের মধ্যে।
গভীর রাতে কানপুর স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা ট্রেন। দেখা যায় ২২টি লাইনচ্যুত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ এবং দমকল। একাধিক অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। ট্রেনের প্রতিটি কামরা ঘুরে দেখেন পুলিশ এবং রেল আধিকারিকেরা। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
পরে সকল যাত্রীদের বাসে করে কানপুরে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ট্র্যাকে রাখা একটি পাথরে ধাক্কা লেগে এই বিপত্তি ঘটেছে। তবে এই ঘটনায় ফের প্রশ্নের মুখে ভারতীয় রেলের সুরক্ষা নিয়ে। ট্র্যাকে পাথর বা অন্য কোনও বস্তু কীভাবে এল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। এই ঘটনার নেপথ্যে কী নাশকতা রয়েছে? তদন্তের রিপোর্টে কোন তথ্য উঠে আসে সেদিকেই নজর সকলের।