
সোমনাথ মুখোপাধ্যায়,ওঙ্কারঃ কেদারনাথ মন্দির থেকে ২২৮ কেজি সোনা উধাও হয়ে গিয়েছে, এমনটাই দাবি, জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। তিনি বলেন, কেদারনাথে সোনা কেলেঙ্কারি হয়েছে। সেই প্রসঙ্গ উঠছে না কেন? তার অক্ষেপ কেদারনাথ থেকে ২২৮ কেজি সোনা উধাও কোনও তদন্ত হয়নি।
উল্লেখ্য, দিল্লিতে গত ১০ জুলাই একটি কেদারনাথ মন্দিরের শিলান্যাস করেছিলেন উত্তরাখণ্ডের সিএম পুষ্কর সিং ধামি। দিল্লিতে কেদারনাথ মন্দিরের শিলান্যাস প্রসঙ্গে, সংবাদ মাধ্যমের সামনা সামনি হয়ে, তিনি কেদারনাথ মন্দির থেকে ২২৮ কেজি সোনা উধাও প্রসঙ্গ তুলে আনেন।
প্রসঙ্গত, চার ধামের চার পবিত্র হিন্দু মন্দিরের অন্যতম হল কেদারনাথ। গত বছর, কেদারনাথ মন্দিরের গর্ভগৃহে সোনার প্রলেপ দেওয়ার কাজ চলছিল। সেই কাজে ১২৫ কোটি টাকার বড়-সড় কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ করেছিলেন কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত। তিনি দাবি করেছিলেন, সোনার বদলে পিতলের প্রলেপ দেওয়া হয়েছে। তবে, মন্দির কমিটি তাঁর এই অভিযোগ প্রত্যাখ্যান করে। এবার জ্যোতির্মঠের শঙ্করাচার্য, সেই ঘটনারই তদন্তের দাবি করলেন।
উল্লেখ্য, এর আগে নির্মাণকাজ সম্পূর্ণ হওয়ার আগেই অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করারও বিরোধিতা করেছিলেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ।