
নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। ঘোষণা হয়ে গেছে দিনক্ষণ. দেশজুড়ে ভোট হবে ৭ দফায়। ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও নিজের পেশাদারিত্ব সামলে অনেকসময় ভোট দেওয়া হয় না সাংবাদিকদের. এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। ভোটকর্মীদের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন সাংবাদিকরা. এমনটাই খবর জাতীয় নির্বাচন কমিশন সূত্রে। তবে, সারা দেশের সাংবাদিকরা এই সুযোগ পাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাংবাদিক এবং সংবাদ কর্মীরা।