
নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা ভোটের আগে কেন্দ্রের মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ১০ মার্চ বিগ্রেডের জনগর্জন সভা থেকে বলেছিলেন, ‘১০০ দিনের প্রকল্প এবং আবাস যোজনায় ২০২১ সালের পর থেকে কেন্দ্র বাংলাকে ১ পয়সাও দিয়েছে, এটা প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।’মঙ্গলবার ওই বঞ্চনার প্রসঙ্গ টেনেই সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণকে নিশানা করলেন অভিষেক। এরপরই বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ টেনে সংসদ ওয়াক আউট করেন তৃণমূলের সাংসদরা।
সংসদের বাইরে এসে অভিষেক বলেন, “আমি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছিলাম, ২০২১ সালে বিধানসভা ভোটে বাংলায় নির্লজ্জভাবে বিজেপি হেরে যাওয়ার পর কেন্দ্রের সরকার কত পয়সা বা টাকা বরাদ্দ করেছে সে ব্যাপারে একটা শ্বেতপত্র প্রকাশ করুন। উনি সেটা দিতে ব্যর্থ হয়েছেন। উল্টে বাংলার নামে কুৎসা করছেন। তবু বলব বিজেপির যদি সৎ সাহস থাকে তাহলে বাংলার জন্য ওরা কত বরাদ্দ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করে দেখাক।” প্রসঙ্গত, বাংলা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছে, নির্মলার এমন অভিযোগের প্রেক্ষিতে অভিষেক প্রশ্ন তোলেন, “মুখে মিথ্যে না বলে পরিসংখ্যান দেখান।”