
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার কাছে হেরে এশিয়ান কাপ অভিযান শুরু করেছে ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার প্রতিপক্ষ উজবেকিস্তান। এই ম্যাচ ডু অর ডাই না জিততে পারলে ছিটকে যাবে ভারত। সম্ভব কি উজবেকিস্তানকে হারানো! ম্যাচের আগে ভারতীয় কোচ ইগর স্টিমাচ বলেন, “ওরা টেকনিকে যেমন দুর্দান্ত, তেমনই শারীরিক সক্ষমতাতেও। ওদের খেলোয়াড়রা রাশিয়া, ফ্রান্স, গ্রিসের ক্লাব ফুটবলে খেলে। ওদের দলে যেমন অভিজ্ঞতা রয়েছে, তেমনই তারুণ্য আছে। ওদের বিরুদ্ধে আমাদের সঙ্ঘবদ্ধ থাকতে হবে। আমাদের ছেলেদের জানে, কাল মাঠে সমানে নিজেদের মধ্যে কথা বলে বলে খেলতে হবে, ফাইনাল থার্ডে পৌঁছতে হবে ও সুযোগ তৈরি করে তার সদ্ব্যবহার করতে হবে”।
স্টিমাচ আরও বলেন , “জেতার মানসিকতা নিয়েই মাঠে নামবে আমাদের ছেলেরা। যেমন সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে ওমান অসাধারণ খেলেছে। ওরা জয় থেকে কয়েক মুহূর্ত দূরে ছিল। কিন্তু ম্যাচের পর ওদের শূন্য হাতে মাঠ ছাড়তে হয়। আমাদের ছেলেরা এই ম্যাচে গত ম্যাচের চেয়ে অনেক বেশি গোলের সুযোগ তৈরির চেষ্টা করবে বলেই আমার বিশ্বাস”।
প্রতিপক্ষের গত ম্যাচ নিয়ে স্টিমাচ বলেন, “সিরিয়ার ওপর সারা ম্যাচে ওরা রীতিমতো আধিপত্য বিস্তার করে ছিল। ওরা ১৬টা শট গোলে রাখে। অনেক ভাল ভাল সুযোগও পায়। কিন্তু সিরিয়ার রক্ষণ দুর্ভেদ্য। ওরা কাউন্টার অ্যাটাকের অপেক্ষায় ছিল। তবে আমাদের ম্যাচটা অন্যরকম হবে। আমাদের শরীরি সঙ্ঘর্ষে গেলে চলবে না। এখানে রেফারিরা কড়া ট্যাকলও করতে দিচ্ছেন। এমন অনেক পরিস্থিতিতে, যেখানে ফ্রি কিক দেওয়ার কথা, এমনকী কার্ড দেখানোর কথা, কিন্তু তা করা হচ্ছে না। আমাদের আরও দ্রুত পাস দিতে ও মুভ করতে হবে। বেশি ট্যাকলে গেলে আমরা আর তার পরে কেউ ভাল থাকব না”।
দলের ফিনিশিংয়ে সমস্যা নিয়ে স্টিমাচ বলেন, “আমরা প্রতিদিনই ফিনিশিং অনুশীলন করি। তবে আমরা এই নিয়ে বেশি দিন কাজ করতে পারিনি। তা ছাড়া ক্লাবের খেলাতেও ছেলেরা আক্রমণ অঞ্চলে বেশি খেলার সুযোগ পায় না। ফুটবলে অনুশীলনই সব। আমাদের ছেলেদের আরও উন্নতির খিদে থাকা প্রয়োজন। না হলে উন্নতি হবে না”। অর্থাৎ দলের আক্রমণ বিভাগে সমস্যা যে রয়েই গিয়েছে, তা কার্যত স্বীকারই করে নিয়েছেন কোচ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সের প্রশংসা করে স্টিমাচ এ দিন বলেন, “অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা বুদ্ধি দিয়ে খেলেছি। আমরা বাজে গো খেয়েছি। যেটা সবচেয়ে ভাল করেছে ছেলেরা, তা হল ওদের ক্রসিং এবং তা থেকে গোল করা রোখা। এটাই ওদের সবচেয়ে বড় শক্তির জায়গা। প্রথমার্ধে আমরা গোল করার সবচেয়ে ভাল সুযোগ পেয়েছিলাম। কিন্তু তা কাজে লাগাতে পারিনি। ওই গোলটা হলে কী ফল হত, কে বলতে পারে? তবে এমন শক্তিশালী দলের বিরুদ্ধে এমনই হওয়ার কথা। ওদেরই বেশি সুযোগ পাওয়ার কথা ছিল।’