
ওঙ্কার ডেস্ক: নানা ধরনের রোগ নিরাময়ে গো-মূত্র কার্যকরী বলে মন্তব্য করলেন আইআইটি মাদ্রাজের অধিকর্তা। এনিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। আইআইটি মাদ্রাজের অধিকর্তা ভি কামাকোটির দাবি, গো-মূত্রের ব্যাকটেরিয়ানাশক এবং ছত্রাকনাশক গুণ রয়েছে।
সোমবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমনই বলতে শোনা গিয়েছে কামাকোটিকে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। এদিকে আইআইটি মাদ্রাজের অধিকর্তা ভি কামাকোটির এই ধরনের আজব মন্তব্যের পর নানা মহল থেকে প্রশ্ন উঠেছে, আইআইটি মাদ্রাজের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের অধিকর্তা হয়ে তিনি কীভাবে কুসংস্কারাচ্ছন্ন এই মন্তব্য করলেন? বিষয়টি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে কামাকোটির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘বিজ্ঞানসম্মতভাবে জানা গিয়েছে, গো-মূত্রে ব্যাকটেরিয়ানাশক এবং ছত্রাকনাশক উপাদান রয়েছে। এবিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সায়েন্স জার্নালগুলিতে তথ্যপপ্রমাণ প্রকাশিত হয়েছে।’
সমাজমাধ্যমে ভি কামাকোটির মন্তব্যের সমালোচনা করেছেন নেটিজেনরা। আইআইটি মাদ্রাজের অধিকর্তা হিসেবে ওঁর যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে ভারতীয় পুরাণকে বিজ্ঞান হিসেবে প্রচার করার প্রবণতা বেড়েছে। সেই আবহে কামাকোটির আজব মন্তব্যে ফের চাঞ্চল্য ছড়িয়েছে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন:-
ভিডিও দেখুন-