
ওঙ্কার ওয়েব ডেস্ক: বলিউডের প্রখ্যাত অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ঢুকে গভীর রাতে তাঁকে ছুরি মারার ঘটনায় ধৃত ব্যক্তি বাংলাদেশি বলে জানিয়েছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রের খবর, গত কয়েকমাস ধরে অভিযুক্ত বাংলাদেশ থেকে ভারতে এসে মুম্বইয়ে বসবাস করছিল। এমনকি নিজের নাম পর্যন্ত পাল্টে নিয়েছিল সে। রবিবার সাংবাদিক সম্মেলন করে মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত জিদাম এই তথ্য জানিয়েছেন।
মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার এদিন ঘটনা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ধৃতের আসল নাম মোহাম্মদ সরিফুল ইসলাম শাহজাদ। চার মাস আগে মুম্বইয়ে ঢোকার পরে আসল নাম পাল্টে সে নিজের পরিচয় দিচ্ছিল বিজয় দাস হিসেবে। সইফ আলি খানের বাড়িতে বুধবার রাতে ডাকাতির উদ্দেশ্যেই ঢুকেছিল সে। ভারতের বসবাসের কোনও বৈধ নথিও দেখাতে পারেনি সরিফুল। সরিফুলকে জিজ্ঞসাবাদ করছেন গোয়েন্দারা।
পুলিশ আরও জানিয়েছে, সরিফুল মুম্বইয়ের একটি হাউস কিপিং সংস্থায় চাকরি করত। প্রসঙ্গত, সইফ আলি খান আততায়ীর ছুরিতে জখম হওয়ার পরে তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সইফ ভালো আছেন। আগামী দুতিন দিনের মধ্যে বাড়িতে ফিরতে পারেন। তবে আপাতত কিছুদিন সইফকে বিশ্রামে থাকতে হবে।