
অমিত কুমার দাস, কলকাতাঃ ভারতীয় সেনাবাহিনীতে পাক নাগরিকদের নিয়োগ করার তদন্তে বিস্ফোরক রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রিপোর্টে বলা হয়েছে, জাল নথি দিয়ে সেনাবাহিনীতে নিয়োগ হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্টে দাবি, পাক নাগরিকদের ভুয়ো সার্টিফিকেট দিয়েছে বিভিন্ন আধিকারিকরা। আধাসামরিক বাহিনীতেও পাক নাগরিকদের নিয়োগের প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, পাক নাগরিকদের নিয়োগের অভিযোগে তদন্ত শুরু করুক সিবিআই। সেই সঙ্গে এফআইআর দায়েরের অনুমতিও দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। নির্দেশের ৪৮ ঘণ্টার মধ্যে বুধবার, আদালতে তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করল সিবিআই। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পাক নাগরিকদের হাতে ভুয়ো ওবিসি সার্টিফিকেট তুলে দিয়েছেন এসডিও আধিকারিক। উত্তরপূর্ব ভারত-সহ অন্যান্য রাজ্য থেকে ভুয়ো ওবিসি সার্টিফিকেট দিয়ে সেনাবাহিনীতে নিয়োগ হচ্ছে। উত্তর পরগণায় এই ভুয়ো নথির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সিবিআই।
উল্লেখ্য, উত্তর পরগণার ব্যারাকপুরের ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছেন দুই পাকিস্তানি নাগরিক-এই অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে তদন্ত শুরু করে সিআইডি ও সিবিআই । তদন্তে নেমেই উত্তর ২৪ পরগণার জনৈক এসডিও আধিকারিকের বিরুদ্ধে ভুয়ো ওবিসি সার্টিফিকেট দেওয়ার তথ্য প্রমাণ এসেছে সিবিআইয়ের হাতে। তবে মামলায় এখনো পর্যন্ত কোনও এফআইআর দায়ের করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।