
প্রদীপ মাহাতো, পুরুলিয়া:
বৃহস্পতিবার সকালে নিতুড়িয়ার সড়বড়ি মোড়ে পথসভা করে হারমারডি হয়ে রঘুনাথপুর শহরে প্রবেশ করে ইনসাফ যাত্রা ।তারপরে রঘুনাথপুর বাসস্ট্যান্ড পথসভা করার পর পুরুলিয়া শহরের উদ্দেশ্যে ইনসাফ যাত্রা রওনা দেয় । রঘুনাথপুরের পথসভায় বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জী ও কৌস্তব চ্যাটার্জি সহ অন্যান্য ডি ওয়াই এফ আই নেতৃত্বরা । ইনসাফ যাত্রায় রঘুনাথপুরে এখনও পর্যন্ত কেন শিল্প গড়ে উঠলো না বা রঘুনাথপুরে কেন শিল্প হাত তৈরি হলো না এ বিষয়ে প্রশ্ন তোলেন মীনাক্ষী মুখার্জি।
তিনি আরো বলেন পুরুলিয়া জেলায় শিল্প না হওয়ার জন্য জেলা থেকে প্রচুর মেধাবী ছাত্র-ছাত্রীরা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যেতে হয়।তাই পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তনের লক্ষ্যে ডিওয়াইএফআইয়ের এই ইনসাফ যাত্রা বলে দাবি করেন মিনাক্ষী মুখার্জী ।উল্লেখ্য দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও বেকার ও সাধারণ মানুষের দাবী আদায়ের লক্ষ্যে কোচবিহার থেকে পদযাত্রা শুরু করেছিল ডি ওয়াই এফ আই।এই যাত্রা রাজ্যের বিভিন্ন জেলা পরিক্রমা করে কলকাতায় এসে শেষ হবে।