
ওঙ্কার ডেস্ক : ভারত-পাক সংঘাত নাটকীয় মোড় নিতে পারে, শুক্রবার সকালে (আমেরিকার সময়) গোয়েন্দা সূত্রে এমনই তথ্য এসেছিল আমেরিকার হাতে। গোয়েন্দাদের হাতে নতুন তথ্য পেয়েই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন। তবে, গোয়েন্দারা রিপোর্টে ঠিক কি তথ্য দিয়েছিল সেই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। সূত্রের দাবি, বিষয়টি যথেষ্ট সংবেদনশীল বলেই তা প্রকাশ করা সম্ভব নয়। ঠিক এভাবেই মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কেও জানিয়ে দেন ট্রাম্প প্রশাসনের আধিকারিকেরা।
সূত্রের খবর, তার পরেই নড়েচড়ে বসেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ওই সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি ট্রাম্পের কথা মতো বিষয়টি নিয়ে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। মোদীকে যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের সঙ্গে সরাসরি কথা বলার অনুরোধ জানান আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। তবে, বৃহস্পতিবার এই ভান্সই জানিয়েছিলেন, ভারত-পাকিস্তানের সংঘাতে তিনি ‘নাক গলাবেন না’। এক দিন পরে কী এমন ঘটল যে, তিনিই প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য রাজি করান, সেই প্রশ্নই উঠছে।