
ওঙ্কার ডেস্ক: সন্ত্রাসবাদ ইস্যুতে বিশ্বের দরবারে পাকিস্তানকে কোনঠাসা করতে বিভিন্ন দেশে সাত প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত আগেই নিয়েছে মোদী সরকার। সেই প্রতিনিধিদলের একটি পৌঁছল আবুধাবিতে। বৃহস্পতিবার শিবসেনা সাংসদ শ্রীকান্ত একনাথ শিন্ডের নেতৃত্বে উচ্চ পর্যায়ের সর্বদলীয় প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে সেদেশের সংবাদ মাধ্যম এবং প্রশাসনিক প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।
অপারেশন সিঁদুরের তাৎপর্য সম্পর্কে এবং সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরেছেন তাঁরা। উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর সংযুক্ত আরব আমিরশাহি সেই ঘটনার নিন্দা জানিয়েছিল। সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং উপ-প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে সমবেদনা জানিয়েছিলেন।
প্রতিনিধিদলে রয়েছেন শ্রীমতি বাঁসুরি স্বরাজ, ইটি মহম্মদ বশির, অতুল গর্গ, সস্মিত পাত্র, মানন কুমার মিশ্র, সুরেন্দ্রজিৎ সিং আহলুওয়ালিয়া এবং প্রাক্তন রাষ্ট্রদূত সুজন চিনয়। এদিন প্রতিনিধিদলটি সংযুক্ত আরব আমিরশাহির মন্ত্রী শেখ নাহিয়ান মাবারক আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জন্য গভীর সমবেদনা জানান তিনি। প্রতিনিধিদলটি পাকিস্তান কর্তৃক সীমান্ত সন্ত্রাসবাদ এবং ভারতে সামাজিক বৈষম্য সৃষ্টির প্রচেষ্টার কথা তুলে ধরেন। সংযুক্ত আরব আমিরশাহির মন্ত্রী মন্তব্য করেন, ‘ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহি একসঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলা করবে। সংযুক্ত আরব আমিরশাহি সর্বদা ভারতের পাশে থাকবে।’