
ওঙ্কার ডেস্ক: দু’দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসছে আরও আটটি চিতা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শুরুতেই চারটি চিতা উড়ে আসবে বতসোয়ানা থেকে। তার কয়েক মাস পর দ্বিতীয় দফায় আসবে আরও চারটি চিতা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের উদ্যোগে এই সিদ্ধান্তে সিলমোহর পড়ল শুক্রবার, ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির রিভিউ বৈঠকে।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। বৈঠকে চিতা প্রকল্পের ভবিষ্যৎ রূপরেখা, সুরক্ষা এবং পুনর্বাসন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সর্বসম্মতভাবে স্থির হয়, দক্ষিণ আফ্রিকা থেকে আরও আটটি চিতাকে ভারতে আনার প্রক্রিয়া শুরু করা হবে।
২০২২ সালে ‘চিতা প্রজেক্ট’-এর সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নামিবিয়া থেকে ৫টি মেয়ে ও ৩টি পুরুষ চিতা প্রথমে আনা হয় এবং কুনো জাতীয় উদ্যানে ছাড়া হয়। এর এক বছর পর, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আসে আরও ১২টি চিতা। সূত্রের খবর, কেনিয়া থেকেও চিতা আনার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রকল্পের খরচ ইতিমধ্যেই ১১২ কোটি টাকা ছাড়িয়েছে, যার মধ্যে প্রায় ৭৫ কোটি ব্যয় হয়েছে চিতাদের পুনর্বাসনের কাজে।
তবে নতুন করে আসা অতিথিদের এবার কুনোতে নয়, সরাসরি নিয়ে যাওয়া হবে রাজস্থানের সীমান্তবর্তী গান্ধীসাগরের জঙ্গলে। বিশেষজ্ঞদের মতে, একাধিক চিতার মৃত্যুর পর কুনোর উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাই বিকল্প হিসেবে গান্ধীসাগরের বনাঞ্চলকে বেছে নেওয়া হয়েছে।
চিতা প্রজেক্ট নিয়ে পরিবেশপ্রেমী মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, কেন্দ্রের দাবি, এই প্রকল্প ভারতের বাস্তুতন্ত্রকে আরও সমৃদ্ধ করবে এবং বন্যপ্রাণ সংরক্ষণের নতুন দিগন্ত খুলে দেবে।