
ওঙ্কার ডেস্ক: জম্মুকাশ্মীরের পুঞ্চে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানি আঘাতের ফলে। বহু বাড়িঘর ধ্বংস হয়েছে পাক হানায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বহু মানুষ। শুক্রবার এলাকা পরিদর্শন করে জানালেন জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে জম্মুকাশ্মীর, পঞ্জাব এবং রাজস্থানে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে ইসলামাবাদ। সেই হানায় জম্মুর পুঞ্চে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু, পঠানকোট, উধমপুরে সেনাঘাঁটিগুলিকে লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করেছিল। মূলত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই আক্রমণ চালানোর চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা। যদিও ভারতীয় সেনা তার মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তা সত্ত্বেও বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী ওমর বলেন, ‘পুঞ্চে প্রচুর ক্ষতি হয়েছে। জম্মু হাসপাতালে গিয়েছিলাম। সেখানে যে আহতদের ভর্তি করানো হয়েছে, তাঁরা সকলেই পুঞ্চের বাসিন্দা। পুঞ্চের অবস্থা ভাল নয়। উপমুখ্যমন্ত্রী পুঞ্চে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন।’
উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্রমশ অবনতি হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গত ৭ মে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালায়। যে অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। নয়াদিল্লির এই প্রত্যাঘাতের পর বৃহস্পতিবার রাতে পাকিস্তান আঘাত হানে ভারতের বিভিন্ন জায়গায়।