
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : ফের উত্তপ্ত ভাঙ্গড়. ভাঙ্গড় ১ নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলের রানীগাছি এলাকায় আইএসএফ করার অপরাধে এক কর্মীকে তৃণমূলের দলীয় পার্টি অফিসে তুলে নিয়ে বেধড়ক মারধরেক অভিযোগ. কাঠগড়ায় এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য নেতা ও কর্মীরা।
এই ঘটনায় সরাসরি যুক্ত তৃণমূল বিধায়ক সওকত মোল্লা, এমনটাই অভিযোগ আইএসএফ-এর.
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও সরব হয়েছে আইএসএফ. তাদের অভিযোগ, থানায় জানানো হলেও, পুলিশ প্রায় তিন ঘণ্টা পর আক্রান্ত আইএসএফ কর্মীকে উদ্ধার করে.
আড়িয়াদহকাণ্ডে তোলপাড়ের মধ্যেই এবার রণক্ষেত্র ভাঙড়. এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও.