
শেখ এরশাদ,কলকাতা : কলকাতায় ৫৩ তম রথ যাত্রা উৎসব আয়োজন করছে ইসকন । রবিবার 7 জুলাই আলবার্ট রোডের ইসকন মন্দির থেকে দুপুর 2 টোয় রওনা দেবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে উদ্বোধনের পর রওনা দেবে রথ। হাঙ্গারফোর্ট স্ট্রিট হয়ে শরৎ বোস রোড, হাজরা রোড, চৌরঙ্গী রোড, জে এল নেহেরু রোড, আউটট্রাম রোড পর্যন্ত যাত্রা চলবে । রথ থাকবে ৮ থেকে ১৪ জুলাই পর্যন্ত । উল্টো রথে ১৫ জুলাই সোমবার পার্ক স্ট্রিট মেট্রো থেকে দুপুর 12 টায় ইসকন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে। আউটট্রাম রোড হয়ে জে এল নেহেরু রোড, মৌলালি, পার্ক সার্কাস, শেক্সপিয়ার সরণি, আলবার্ট রোড দিয়ে যাত্রা চলবে। আগের বছর 20 লক্ষ লোক যোগদান করেছিলেন। এবারেরও 24 লক্ষ মানুষ জমায়েত নিয়ে আশাবাদী।