
বিক্রমাদিত্য বিশ্বাস,ইসলামপুর:
তৃনমূল নেতা কানাইয়ালাল ও শাসক দলেরই বিদ্রোহী বিধায়ক করিম চৌধুরীর অনুগামীদের মধ্যে সংঘর্ষে উত্তাল ইসলামপুর। মঙ্গলবার রাতে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল গোষ্ঠীর সঙ্গে করিম চৌধুরী অনুগামী প্রার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ -১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়।লাঠি, বাশের আঘাতে দুই পক্ষের ১০/১২ জন আহত হয়েছেন।আহতদের রামগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আনা হয়।স্বপন বসাক নামে তৃণমূল প্রার্থীর আঘাত গুরুতর থাকায় তাকে ইসলামপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।অপরদিকে রামগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে বেশ কয়েকজন করিম সমর্থিত মহিলাকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
তবে এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় , পুলিশী পাহারায় ওই মহিলাদের বাড়ি ফিরতে হয় বলে খবর। সংঘর্ষের ঘটনার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। . রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে।