
বিক্রমাদিত্য বিশ্বাসঃ ইসলামপুর, পঞ্চায়েত ভোটে হেরেও ইসলামপুরের গাইসাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। রবিবার উত্তর দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বাসভবনে তৃণমূলে যোগ দিলেন সাত নির্দল সদস্য সহ মোট ১০ জন।
ইসলামপুর ব্লকের গাইসাল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৪ । পঞ্চায়েত নির্বাচনে এখানে তৃণমূল পঞ্চায়েতে আসন পায় ৪টি, আর পঞ্চায়েত সমিতিতে জয়ী হন ১ জন তৃণমূল প্রার্থী। রবিবার ৭ জন বিক্ষুব্ধ তৃণমূল সদস্য, ১ জন বিজেপি মেম্বার ও ২ জন কংগ্রেস পঞ্চায়েত সদস্য সহ জয়ী ১০ জনই যোগ দিলেন তৃণমূলে। রবিবার সকালে উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের বাড়িতে এই ১০ জন বিজয়ী প্রার্থী তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
এই যোগদানের পর বিরোধী শূন্য পঞ্চায়েত গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল ব্লক সভাপতি জাকির হুসেন, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক গুন সহ অন্যান্য নেতৃত্ব।