
ওঙ্কার অনলাইন ডেস্কঃ গাজা, ক্রমশ ভয়াবহ আকার ধারন করছে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ। প্যালেস্তাইনের কট্টর জঙ্গি সংগঠন হামাস শনিবার ভোর সাড়ে ৬ টা নাগাদ ইজরায়েলের ভুখণ্ড গাজায় মুহুর্মুহু রকেট হামলা চালায়। এখনও পর্যন্ত পাওয়া খবরে ইজরায়েল-হামাস সংঘর্ষে ৫০০ জনেরও বেশি নহত হয়েছেন। আহত প্রায় ২ হাজার। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। প্রাথমিক ধাক্কা কাটিয়ে পাল্টা আক্রমণের জবাব দেয় ইজরায়েলও। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন হামাসের হামলার জবাব দেওয়া হবে। এমন জবাব দেওয়া হবে ওরা কল্পনাও করতে পারবে না। আমরা প্রতিশোধ নেব। সেনাকে সর্বশক্তি দিয়ে প্রত্যাঘাত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই যুদ্ধে জয়ী হব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের পাশে দাড়িয়েছেন। ইজরায়েলের পাশে দাড়িয়েছে ভারতও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হামাসের আক্রমণের তীব্র নিন্দা করে বলেছেন নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। ভারত সর্বতভাবে ইজরায়েলের পাশে রয়েছে। হামাসের পাশে দাড়িয়েছে ইরান। ইজরায়েলের অভিযোগ নিরস্ত্র নাগরিকদেরও বাড়ি, বাড়ি ঢুকে গুলি করে হত্যা করছে হামাস জঙ্গিরা। নিহতদের মধ্যে ইজরায়েলের অনেক সেনাকর্তাও রয়েছেন। গাজায় আহতদের চিকিত্সা সরঞ্জাম ও রক্তের তীব্র আকাল দেখা দিয়েছে। শনিবার ভোরে আচমকাই ইজরায়েলে আচমকাই রকেট এবং ক্ষেপনাস্ত্র হামলা চালায় হামাস। ২০ মিনিটে ইজরায়েলের মাটিতে আছরে পরে ৫ হাজারেরও বেশি রকেট, গ্রেনেড, মর্টার। আকাশ, জল এবং স্থল পথে সীমান্ত পেড়িয়ে হামলা চালায় হামাস। প্যারাগ্লাইডিং করে, সমুদ্রপথে এবং গাড়ি নিয়ে হামলা চালায় হামাস জঙ্গিরা। নিসন্দেহে এই হামলা ইজরায়েলের গোয়েন্দা ব্যর্থতা। তবে প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা আক্রমণ শানায় ইজরায়েলও। ইজরায়েলি প্রধানমন্ত্রী প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। শুরু হয় অপারেশন আয়রন সোর্ডস।
কিন্তু ইজরায়েলের হাতে বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম থাকা সত্ত্বেও কেন এই হামলা রুখতে পারল না তারা। সমর বিশেষজ্ঞদের মতে আয়রন ডোমকে ধোকা দিতে এক সঙ্গে অসংখ্য রকেট হামলা চালিয়েছে হামাস। ২০ মিনিটে ছোড়া হয়েছে প্রায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র। আর তাতেই বোকা বনে গেছে ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম।