
গোপাল শীল, ভাঙড় : সপ্তম দফায় ভোট রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে. নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ভোট প্রচারে ততই জোর দিচ্ছে শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দল। লড়াই শক্ত, কিন্তু, জমি ছাড়তে নারাজ বামেরা. তাই কাঠফাটা রোদেও খামতি নেই প্রচারে. শুক্রবার সকাল থেকেই জোরকদমে প্রচার শুরু করেছেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য. যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বিধানসভা হলো ভাঙ্গর। একসময় ভাঙ্গড়কে বামেদের শক্ত ঘাঁটি বলা হতো। তাই ভাঙ্গড়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সৃজন। এদিন ভাঙ্গর ২ নম্বর ব্লকের পোলের হাট ১ ,২ নম্বর অঞ্চলের বিভিন্ন বুথে গিয়ে ভোট প্রচার করেন তরুন নেতা।
উল্লেখ্য, বর্তমানে ভাঙড়ে আইএসএফের কর্মী সমর্থক বেশি থাকলেও, ভোট প্রচারে তেমন দেখা যাচ্ছে না আইএসএফ নেতৃত্বেদের. এ বিষয় সৃজন বলেন, ‘ভাঙড় লাল ঝান্ডার পুরনো জায়গা. বাকিরা ভাঙড়কে মধুভাণ্ডার হিসেবে ব্যবহার করছে’