
শেখ এরশাদ, কলকাতা: যাদবপুর ইউনিভার্সিটিতে সিসি টিভি ক্যামেরা লাগানোর দাবিতে ডেপুটেশন জমা দিল তৃণমূল ছাত্র পরিষদ একদিন হাতের সিসিটিভি ক্যামেরা নিয়ে প্রতিবাদে নামেন তারা। স্বপ্নদীপ কান্ডের পর যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে সিসিটিভি লাগানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এবারে সিসিটিভি ক্যামেরা যাদবপুর ইউনিভার্সিটি তে লাগানোর দাবিতে পথে নামলেন টিএমসিপি সদস্যরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। এছাড়াওএই কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিএমসিপির সদস্যরা।