
প্রতীতি ঘোষ,জগদ্দল: রেল হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা জগদ্দল স্টেশনে। হকারদের প্রতিবাদের জেরে ফিরে গেল রেল পুলিশ।উল্লেখ্য
পূর্ব রেলের তরফে কয়েকদিন আগে নোটিশ দিয়ে জানানো হয়েছিল ১৮ ডিসেম্বরের মধ্যে অবৈধ দোকানপাট সরিয়ে ফেলতে হবে। নোটিশ মোতাবেক সোমবার সকালে জগদ্দল স্টেশনে জবরদখল উচ্ছেদে আসে রেল পুলিশ। কিন্তু পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না বলে সাফ জানিয়ে দেন স্টেশনের হকার রা। অবশেষে বাধার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয় রেল পুলিশ।উচ্ছেদ প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার কাউন্সিলর বিপ্লব মালো বলেন, রেল দফতরকে আগে হকারদের জীবিকা সুনিশ্চিত করতে হবে।তারপরই হকারদের সরাতে হবে।