
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:আর মাত্র কয়েক ঘন্টা পরেই পঞ্চায়েত ভোট, তবে এখনো জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত ১৫/৫৩নম্বর বুথের বহু ভোটার ঘরছাড়া,।
বৃহস্পতিবার এমন প্রায় দেড়শো মহিলা কে সঙ্গে নিয়ে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাতে এলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়।তার অভিযোগ পুলিশের আই সি গ্রাম বাসীদের শাসিয়ে বলছেন, গ্রামে থেকে ভোট দিতে হলে তৃণমূল ই করতে হবে।
সালবারি গ্রামের এক মহিলা বলেন, আমার স্বামী বিজেপি দল করে, এই কারণে আমাদের ওপর অত্যাচার করছে পুলিশ এবং এলাকার তৃণমূলের সমর্থকরা । আমার স্বামী এখনো গ্রাম ছাড়া। গ্রামে ফিরলেই অত্যাচার শুরু হবে।সব মিলিয়ে প্রচার পর্বের শেষ দিনেও রাজ্যের একাধিক জায়গা থেকে বিরোধীদের উপর অত্যাচারের অভিযোগ উঠে আসছে তৃনমূলের বিরুদ্ধে।এজন্য নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশকেই দায়ী করছেন রাজনৈতিক মহলের একাংশ।