
নিজেস্ব প্রতিনিধিঃ জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন। পেতে পারেন স্বাস্থ্য দফতর। সূত্রের এমনটাই খবর। জানা গিয়েছে জয়ন্ত রায়ের বায়োডাটা কেন্দ্রীয় নেতৃত্ব ।
জলপাইগুড়ি লোকসভার জয়ী বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়ের বায়োডাটা চাইল কেন্দ্রীয় নেতৃত্ব । দলীয় সূত্রে খবর, দু’বারের সাংসদ নাকি এবার মন্ত্রী হচ্ছেন ৷ উত্তরবঙ্গের একমাত্র তফশিলি সাংসদ জয়ন্ত কুমার রায় পেশায় চিকিৎসক ৷ প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবার ভোটে লড়েননি ৷ ফলে স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ির সাংসদের।
জয়ন্ত রায় বলেন, “কেন্দ্রীয় নেতৃত্ব আমার বায়োডাটা চেয়েছে আমি পাঠিয়ে দিয়েছি । কেন চাইল আমি বলতে পারব না । আমাকে মন্ত্রী করা হবে কি না, সেটা আমার জানা নেই ।” তবে এই খবরে খুশির হাওয়া উত্তর বঙ্গের বিজেপি মহলে। সূত্রের খবর, নরেন্দ্র মোদি মন্ত্রী সভার স্বাস্থ্যমন্ত্রকের পূর্ন মন্ত্রী হতে পারেন জলপাইগুড়ি সাংসদ।