
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : জলপাইগুড়ি জেলার গাজলডোবা. উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র. পর্যটকদের নজরকাড়তে বিগত কয়েক বছরে এখানে তৈরি হয়েছে বেশ কয়েকটি পরিকাঠামো. সুন্দরভাবে সাজানো গোছানো এই পর্যটন কেন্দ্র তৈরি হওয়ার সময় থেকেই পর্যটকদের মূল আকর্ষণ ছিল তিস্তায় নৌকা বিহার। এই গজোলডোবা পর্যটন কেন্দ্রকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছেন ভোরের আলো.
সম্প্রতি বিদেশের সিডনি ব্রিজের অনুকরণে একটি ব্রিজ বানানো হয়েছে গাজোলডোবায়। নদীর পাড়ের খাবার-দাবার থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য, পরিযায়ী পাখিদের আনাগোনা, পরিবেশের বুক চিরে বয়ে যাওয়া তিস্তায় নৌকা বিহার…সব মিলিয়ে ভ্রমণপিপাসুদের মন জুড়িয়ে যেত এখানে এলেই।
কিন্তু, আচমকাই ছন্দপতন হল জুন মাস থেকে। কোনও অজ্ঞাত কারণে স্থানীয় প্রশাসনের মৌখিক কথাতে বন্ধ হয়ে গেল নৌকা বিহার। যার জেরে অনাহারে দিন কাটছে কয়েকশো পরিবারের, যারা নৌকার মাঝির পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। একদিকে যেমন তাদের অর্থনৈতিক সংকটের মুখে পড়তে হচ্ছে। অন্যদিকে, পর্যটকদের মুখে বিষন্নতার ছবি উঠে আসছে। এ বিষয়ে নৌকার মাঝিদের সঙ্গে কথা বলে জানা যায়, হঠাৎ করে লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই স্থানীয় প্রশাসনের এক মৌখিক বার্তায় বন্ধ করে দেওয়া হল এই নৌকা বিহার। কী কারণ তা স্পষ্ট নয়, তবে কান পাতলে শোনা যায় ,লোকসভা নির্বাচনে শাসক দলের পক্ষে ভোট না পড়ায় এই দুর্ভোগ।
এই মুহূর্তে গজল ডোবায় গেলে চোখে পড়ছে শুধুই পর্যটক এবং মাঝিভাইদের মন খারাপের দৃশ্য। কবে ফের চালু হবে এই নৌকা বিহার? কেনই বা আচমকা কোনও বন্ধ হল নৌকাবিহার? অধরা বহু প্রশ্নের উত্তর।