
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ সামনে আসতে শুরু করেছে সন্দীপ ঘোষ কান্ডের পরেই।আমরা কোনো থ্রেটকেই পর ই।
মেডিকেল শিক্ষা জগতে উত্তরবঙ্গ লহে দাপাদাপির অভিযোগ সামনে আসছিল বারে বারে। এই অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজের কর্তৃপক্ষ এক জরুরী মিটিংয়ে বসে ছিলেন শুক্রবার।
বিভিন্ন ফ্যাকাল্টির অধ্যাপকরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে।
বৈঠক শেষ করে কলেজের অধ্যক্ষ জানিয়ে দিয়েছেন তারা ছাত্র ছাত্রীদের সার্বিক উন্নতির জন্য এই মিটিং করেছেন। তারা অবশ্যই দেখবেন যে কোন ধরনের অন্য কোন দিকে যাতে ছাত্ররা না চলে যায়। বিগত প্রায় এক মাস ধরে কলকাতা আর জি কর কাণ্ডের ছায়া পড়েছে রাজ্যে তথা দেশের সর্ব স্তরে, যার থেকে বাদ পড়েনি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও। এই কলেজে ছাত্রছাত্রীরা একাধিক প্রতিবাদ মিছিল সংগঠিত করেছে। ফ্যাকাল্টিরাও প্রতিবাদ জানিয়েছেন। সেই প্রেক্ষিতে শুক্রবারের এই মিটিং এবং অধ্যক্ষের বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ।