
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি:
শনিবার ভোটের সময় জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়াহাটের ১৫/৪১ নং বুথে ব্যাপক ছাপ্পা ভোট হয়েছিল বলে অভিযোগ । সেই ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন বিভিন্ন চ্যানেল ও পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে ৬ জন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন । অভিযোগ ভোটের দিন তৃনমূল আশ্রিত ৪০ থেকে ৫০ জন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিল সংবাদ মাধ্যম।
ইতিমধ্যে সকলকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
৬ জন গুরুতর জখম সাংবাদিক কে প্রথমে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়,।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ির সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়, বলেন, এই ঘটনা প্রমাণ করে দেয় কেউ সুরক্ষিত নয় এই রাজ্যে, জঙ্গলের রাজত্ব কায়েম করেছে এখানে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। ইতিমধ্যে বিষয়টি জলপাইগুড়ি জেলা শাসক , পুলিশ সুপারকে জানানো হয়েছে।