
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : পাহাড় থেকে সমতলে ব্যাপক বৃষ্টি, তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় জারী হলো লাল সঙ্কেত। বৃহস্পতিবার দুপুরে এক ঝলক রোদের দেখা মেলার পরেই জলপাইগুড়ির আকাশ ঢেকে যায় কালো মেঘে। বিগত কয়েক দিন ধরেই চলছে পাহাড় সমতলে বৃষ্টি. গত চব্বিশ ঘণ্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ ৬৬.৫০ মিলিমিটার, এর সঙ্গে গজলডোবা তিস্তা ব্যারাজের থেকে জল ছাড়া হয়েছে ৩২৯৫.১৮ কিউ মেক।
সব মিলিয়ে সমতলে ফুঁসছে তিস্তা. বৃহস্পতিবার মেখলীগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীর অসুরক্ষিত এলাকায় জারি করা হয়েছে লাল সঙ্কেত বলে সূত্র মারফত জানা গিয়েছে।