
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা পরিষদের নতুন সভাধিপতি হলেন কৃষ্ণা রায় বর্মন। জলপাইগুড়ি জেলা পরিষদ বিরোধীশূন্য করে দিয়ে এবার দখলে নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের ফলাফল বের হওয়ার পর থেকেই জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি হিসেবে উঠে এসেছিল দলের বর্তমান জেলা সভাপতি মহুয়া গোপের নাম। তবে মঙ্গলবার তৃণমূল দলের ওয়েবসাইটে নতুন সভাধিপতি হিসেবে কৃষ্ণা রায় বর্মনের নাম প্রকাশিত হয়। দায়িত্ব পেয়ে কৃষ্ণা রায় বর্মন জানান সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন তিনি।
অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি প্রতি হিসেবে দলীয়ভাবে ঘোষিত হয়েছে সীমা চৌধুরীর নাম। জেলা পরিষদের সভাধিপতির দায়িত্বে কৃষ্ণা রায় বর্মনকে এনে তৃণমূল বড় চমক দেখালো বলে মনে করছেন জলপাইগুড়ির রাজনৈতিক মহলের একাংশ।