
অরূপ ঘোষ, ঝাড়্গ্রাম : ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র ঝাড়্গ্রাম জুলজিক্যাল পার্ক। বাংলা তো বটেই, এখানে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খন্ড ওড়িশা থেকেও পর্যটকরা বেড়াতে আসেন। সেই পার্কে সময়সীমা থাকলেও সন্ধ্যে নামার আগেই পার্ক থেকে বেরিয়ে আসছেন পর্যটকরা. কারণ খুঁজতে গেলে জানা যায়, সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় গোটা এলাকা, নেই আলোর ব্যবস্থা। জঙ্গল ঘেরা এই পার্কের রাস্তায় যখন তখন নেমে আসে হাতি। ফলে, এলাকার সাধারণ মানুষ সহ পর্যটকেরা সমস্যার সম্মুখীন হচ্ছে. এই নিয়ে পঞ্চায়েত অফিসে জানালে স্থানীয় মানুষকে বলা হচ্ছে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক পৌর এলাকার মধ্যে পড়ে, তাই সমস্যার সমাধান পৌরসভা কর্তৃপক্ষই করতে পারবে. কিন্তু পৌরসভাকে জানালে কোনও রকম সুরাহা মেলেনি। এই নিয়ে প্রশ্ন করলে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বন্দনা শেঠ জানান, বহু মানুষ অভিযোগ জানিয়েছে. এই নিয়ে বৈঠক করা হবে
স্থানীয়দের আরও অভিযোগ, ঝাড়গ্রাম পৌরসভার আধিকারিকরা জুওলজিক্যাল পার্কের পার্শ্ববর্তী দোকানদারদের থেকে সরকারি ট্যাক্স নেন, কিন্তু সাধারণ মানুষ সমস্যায় পড়লে ঢিলেঢালা মনোভাব পৌরসভার । কবে ঝাড়গ্রাম জুওলজিকাল পার্ক পার্শ্ববর্তী রাস্তায় আলোর ব্যবস্থা হবে, তারই অপেক্ষোয় এলাকার মানুষ।