
অরূপ ঘোষ, ঝাড়্গ্রাম : বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়েই গ্রামের মানুষজন উদ্যোগ নিয়ে সুবর্ণারেখা নদীর উপর বানিয়ে ফেললেন কাঠের সেতু। আর এই সেতু তৈরি হওয়ায় উপকৃত হচ্ছেন এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ।
রাত বিরেতে চিকিৎসার প্রয়োজন হলে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছতে প্রাণ হাতে নিয়ে সুবর্ণরেখা নদী পেরোতে হয় ঝাড়খন্ড রাজ্যের মানুষজন থেকে শুরু করে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষজনকে। নদী পথে নৌকা করে না হলে প্রায় ৩০ – ৪০ কিলোমিটার রাস্তা হেঁটে সাধারণ মানুষকে গোপীবল্লভপুর বাজারের বুকে পৌঁছাতে হয় নানান প্রয়োজনীয় কাজে। এলাকার এই সমস্যার কথা ভেবে গোপীবল্লভপুর ১ নং ব্লকের আসনবনী গ্ৰামের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগে সুবর্ণরেখা নদীর উপর গড়ে তুললেন আস্ত একটি ফেয়ারওয়েদার ব্রীজ। গ্রামবাসীদের যৌথ প্রচেষ্টায় তৈরি কাঠের সেতুর উপর শুরু হয়েছে যাতায়াত।
স্বাভাবিকভাবেই দীর্ঘ ৪০ থেকে ৫০ কিলোমিটার রাস্তা মাত্র ৮ – ১০ কিলোমিটারের মধ্যে এসে যাওয়ায় খুশি এলাকার মানুষজন। আসনবনী গ্ৰামের বাসিন্দারা জানান, ব্রিজ হতে একদিকে যেমন যোগাযোগের ব্যবস্থা হল তেমনি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হল।